পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশসহ ৮ জন নিহত হয়েছে।
বুধবার রাতে পাঞ্জাব প্রদেশের রাজধানীটির রাউইন্দ এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক আহত হয়।
এদিকে হামলার পরপরই জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান দায় স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, তাবলীগ জামায়াতের একটি সভায় ঢোকার প্রবেশ মুখে পুলিশ চেকপয়েন্টে নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী। ধারণা করা হচ্ছে, তাবলীগ জামায়াতের সভাই ওই হামলার লক্ষ্য ছিল।
এর আগে গেল বছরের জুলাইয়ে শহরের ফিরোজপুর এলাকায় আত্মঘাতী হামলায় ২৬ জন নিহত হয়। যাদের মধ্যে ৯ জন ছিলেন পুলিশ সদস্য।
আজকের বাজার/আরজেড