বুধবার পাকিস্তান সরকার জানায় যে সৌদি আরব ও ইরান উভয়েই কূটনীতি ও আলোচনার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তিতে আগ্রহ দেখিয়েছে, যে উদ্যোগ উপসাগরীয় এলাকায় যুদ্ধের ঝুঁকি কমাতে সহায়তা করবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী সাংবাদিকদের জানান ইসলামাবাদের নেয়া শান্তি উদ্যোগের প্রতি প্রতিদ্বন্দ্বী দুটি দেশ আলোচনার প্রতি উৎসাহ প্রকাশ করেছে।খবর ভিওএ
কূটনৈতিক উদ্যোগের প্রয়াস হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি তেহরানে প্রেসিডেন্ট হাসান রৌহানির সঙ্গে সারাদিন ব্যাপী এক মধ্যস্ততা আলোচনায় মিলিত হন। ইরান সরকার পাকিস্তান তথা প্রধানমন্ত্রী ইমরান খানের এই উদ্যোগের প্রশংসা করেছে।
পরে প্রধানমন্ত্রী ইমরান খান রিয়াদ সফর করে তদেরকে ইরানের মনোভাবের কথা ব্যক্ত করেন। রিয়াদ সরকারও উত্তেজনা প্রশমনের নিমিত্ত এই শান্তি উদ্যোগের প্রতি স্বাগত জানায়।
আজকের বাজার/লুৎফর রহমান