পাকিস্তান ও ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও বিরোধীত কাশ্মীর নিয়ে দুটি দেশের উত্তেজনার মাঝেই ভারত, পাকিস্তানের কাছে বিরল এক প্রস্তাব পাঠিয়েছে।
প্রস্তাবে বলা হয়, যে ভারত পাকিস্তানের সঙ্গে যৌথভাবে লোকাস্ট বা পঙ্গপালের নিধনে আগ্রহী। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী, আইশা ফারুকী সাংবাদিকদের জানান, আমরা মনে করি মরুভূমি থেকে আসা এসব পঙ্গপাল মোকাবেলায় আমাদের সু-সমন্বিত প্রয়াস নেয়া প্রয়োজন।
মুখপাত্রী ফারুকী বলেন, পাকিস্তান, ভারত ও অন্যান্য আঞ্চলিক ও বিশ্বজনীন অংশীদারসহ জাতিসংঘ খাদ্য ও কৃষি দপ্তরের সঙ্গে পঙ্গপালের মোকাবেলায় ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে।