বর্তমান সময়ের সেরা বোলারদের নাম উল্লখ করতে বললে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর নামটি থাকবে উপরের দিকে৷ ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানটি তার৷ টেস্টেও আছেন সেরা দশে।
তবুও বুমরাহকে কি না শিশু বোলার বলে তুচ্ছ করলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। বুমরাহ সম্পর্কে পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, নিজের সময়ে বিশ্বসেরা বোলারদের মোকাবিলা করেছি। বুমরাহের মতো বোলারের বল খেলতে আমার কোনো সমস্যাই হবে না। বরং তার ওপরেই চাপ থাকবে। আমি ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রার মতো বোলারদের বিপক্ষে খেলেছি। সেই তুলনায় আমার সামনে বুমরাহ একজন শিশু বোলার। আমি সহজেই তাকে আক্রমণ ও দমন করতে পারব।
তবে বুমরাহর প্রশংসাও করেছেন তিনি। তার অদ্ভুত অ্যাকশনের জন্য তিনি বাড়তি সুবিধা পান বলে দাবি করেছেন রাজ্জাক৷ তিনি বলেন, বুমরাহ ভালো করছে এবং তার দিনদিন উন্নতি হচ্ছে। তার বোলিং অ্যাকশনটা একটু অদ্ভুত এবং সঠিক জায়গায় বল ফেলতে পারায় কার্যকর হয়।
আজকের বাজার/আরিফ