পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

গত কয়েকদিন ধরেই ভুগছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। হাসপাতালে ভর্তি আছেন তিনি। কয়েকদিন আগে ছোটখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে গিয়েছে তাঁর। কিন্তু তাঁর শারীরিক অবস্থা যে খুব একটা ভলো নয়, সেকথা প্রকাশ্যে আনলেন তাঁর চিকিৎসক। জানালেন  নওয়াজ শরিফের অবস্থা খুব একটা ভালো নয়।

ট্যুইট করে একথা জানিয়েছেন নওয়াজ শরিফের চিকিৎসক ড. আদনান খান। তিনি লিখেছেন, নওয়াজ শরিফের অবস্থা আশঙ্কাজনক। একদিকে প্লেটলেট কাউন্ট কম, অন্যদিকে হার্ট অ্যাটাক। দুইয়ে মিলে অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে কিডনি ফাংশন খারাপের দিকে যাচ্ছে। প্রেসার, সুগার দুটোই বাড়ছে বলে উল্লেখ করেছেন তিনি।

একাধিক রোগের জন্যই হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর চিকিৎসা চলছে সার্ভিস হাসপাতালে। কোট লাখপাত জেল থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় লাহোর সার্ভিস হাসপাতালে। সেখানে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নওয়াজ-কন্যা মরিয়মও। রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁর শরীর খুব দুর্বল।

আজকের বাজার/লুৎফর রহমান