পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ।
পাশাপাশি তার ব্যাংক একাউন্টও জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির একটি বিশেষ আদালতের রায় অনুযায়ী মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।
দেশটির বিশেষ আদালতে মোশারফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলার শুনানিতে হাজিরা দিতে ব্যর্থ হলে, গত ৮ মার্চ তার পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ দেন আদালত। তবে, ওই নির্দেশ বাস্তবায়নের আগে, আদালতের পূর্বের নির্দেশ পালনের জন্য সাবেক সেনা প্রধানকে সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়।
পরে মোশাররফ ওই নির্দেশ পালনে ব্যর্থ হলে, বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। ২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করার কারণে, সাবেক এ প্রেসিডেন্ট এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা চলছে।
আজকের বাজার/আরআইএস