পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যার ত্রাণ কার্যক্রমের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় একজন সিনিয়র কমান্ডারসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
বেলুচিস্তানে ত্রাণ তৎপরতায় নিয়োজিত একটি হেলিকপ্টার সোমবার রাতে সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট-জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে, সামরিক বাহিনী জানায় যে তারা এ দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে কারণ বলে মনে করছে।
প্রচন্ড মৌসুমী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা চলতি বছর পাকিস্তানে বিশেষ করে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে মারাত্মক আকার ধারন করেছে ।
বেলুচিস্তানে এ পর্যন্ত ১৩৬ জনসহ দেশটিতে কমপক্ষে ৪৭৮ জনের প্রাণহানি ঘটেছে।