পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ২ জন নিহত হয়েছেন। খবর এএফপির।
রোববার (২২ জুলাই) পেশওয়ার প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফের প্রার্থীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এতে ওই প্রার্থী গুরুতর আহত হয়েছেন, মারা গেছেন তার গাড়িচালক ও হামলাকারী।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের মাত্র ৩ দিন আগে এ হামলা হলো।
স্থানীয় পুলিশের কর্মকর্তা জহির আফ্রিদি এএফপিকে জানায়, নির্বাচনী প্রচারের সময় ইকরামুল্লাহ গান্ধাপুর নামে ওই তেহরিক প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
এতে আহত হয়েছেন মোট ৫ জন।
আজকের বাজার/একেএ