পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার(২ জুন) পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে করাচির উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

রেঞ্জার্সের এক মুখপাত্র বলেন, এক জঙ্গি চেক পয়েন্টে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।

তিনি আরো জানান, ওই জঙ্গি বেলুচিস্তান প্রদেশ থেকে সিন্ধুতে প্রবেশের সময় রেঞ্জার্স সদস্যরা তাকে বাধা দেয়।
মুখপাত্র বলেন, রেঞ্জার্সরা তাকে লক্ষ্য করে গুলি করলে বিস্ফোরক জ্যাকেট বিস্ফোরিত হয়।

আহত নিরাপত্তা কর্মকর্তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

আরজেড/