পাকিস্তানের আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) এক প্রচারণা অনুষ্ঠানে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬৫ জন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (১০ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে এ হামলা চালানো হয়।
আল জাজিরার খবরে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে হারুন বিলুর নামের একজন স্থানীয় রাজনীতিবিদও রয়েছেন। তিনি আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে একজন প্রাদেশিক পরিষদ প্রার্থী ছিলেন। তার বাবা ও বিশিষ্ট এএনপি রাজনীতিবিদ বশির বিলুরও ২০১২ সালে এক আত্মঘাতী হামলায় নিহত হন।
পুলিশ জানিয়েছে, বিলুর তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করার আগ মুহূর্তেই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা শাফাকত মালিক বলেন, প্রাথমিক তদন্ত শেষে আমাদের কাছে মনে হয়েছে এটা হারুন বিলুরকে টার্গেট করে চালানো একটি আত্মঘাতী হামলা ছিল। তাৎক্ষনিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
খাইবার-পাখতুনখুয়া প্রদেশে বিলুরের পরিবারের ব্যাপক প্রভাব বিদ্যমান। আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, বিলুর যখন তার গাড়ি থেকে নামেন, আত্মঘাতী বোমারু তখন তার অদূরেই ছিল।
আজকের বাজার/একেএ