পাকিস্তানে উপনির্বাচনে নওয়াজের শূন্য আসনে বিজয়ী তার স্ত্রী কুলসুম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তাঁর স্ত্রী কুলসুম শরীফ। ১৭ সেপ্টেম্বর রোববার লাহোরে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পানামা পেপারস কেলেঙ্কারিকে কেন্দ্র করে পাক সুপ্রিম কোর্টের নির্দেশে নওয়াজ শরীফ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হলে জাতীয় পরিষদে তার আসনটিও শূন্য হয়।

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রার্থী কুলসুম উপনির্বাচনে ৫৩.৫ শতাংশ ভোট পেয়েছেন বলে বেসরকারি ফলাফলে জানানো হয়েছে। অবশ্য ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়েছিল পিএমএল-এন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিকে ইসসাফ (পিটিআই) প্রার্থী ইয়াসমিন রাশিদের চেয়ে ১২ হাজার ১৮৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন কুলসুম। নির্বাচনে মোট ৬১ হাজার ২৫৪ ভোট পেয়েছেন তিনি।

লন্ডনে ক্যান্সার চিকিৎসা চলায় কুলসুম নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নিতে পারেননি। নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিয়েছেন তার মেয়ে মরিয়ম।

তিনি বলেন, এটি কোনো সাধারণ বিজয় নয়। মাঠে যারা সক্রিয় তাদেরই কেবল জনগণ ভোট দিয়ে পরাজিত করেনি বরং পর্দার আড়ালে সক্রিয় অদৃশ্য ব্যক্তিদেরও পরাজিত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি পরোক্ষ ভাবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনী শরীফ পরিবারের বিরোধিতা করছে বলে অভিযোগ রয়েছে।

পাকিস্তানে ২০১৮ সালে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে একে শরীফ পরিবারের প্রতি সমর্থনের মাপকাঠি হিসেবে দেখছেন গুরুত্বপূর্ণ এ নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত বিশ্লেষকরা।

সূত্র : পার্স টুডে

আজকের বাজার : এমএম / ১৮ সেপ্টেম্বর ২০১৭