পাকিস্তানে এভাবে হারাটা দুঃখজনক: নাজমুল

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এভাবে হারাটা দুঃখজনক বলে সোমবার মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)প্রেসিডেন্ট নাজমুল হাসান।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন,‘তারা যেভাবে পাকিস্তানের বিপক্ষে হেরেছে এটা দুঃখজনক। মাঠে তাদের বডি ল্যাংগুয়েজ, মেন্টালিটি এবং পারফরম্যান্সের অপ্রত্যাশীতভাবে পরিবর্তন হয়েছে। তারা শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে খুবই বাজে খেলেছে। একই অবস্থা পাকিস্তানেও ঘটেছে। এটা সমাধানে আমরা অবশ্যই পদক্ষেপ নেব।’

নাজমুল বলেন,‘আমি সবকিছু টিম ম্যানেজম্যান্টের ওপর ছেড়ে দিতে চেয়েছিলাম। আমি দুই বছর ধরে বলে আসছি যে আমি এর সাথে(নির্বাচন ও গেম প্ল্যান)জড়িত। কিন্তু এখন আমি চিন্তা করছি, আমাকে আবারও এর সাথে যুক্ত হতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে।’ কী ধরনের পদক্ষেপ প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ক্রিকেটার, কোচ এবং সবার সাথে আমাদের বসতে হবে। সমস্যা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে।’ আগামী এপ্রিলে ফের পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তখন করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট এবং একটি ওয়ানটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান