পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ (এন) -এর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
৩ অক্টোবর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় দলটি। গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট নেওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে।
এর আগে, পাকিস্তানের সংসদে ‘ইলেকশন বিল, ২০১৭’ গৃহীত হয়।
এ বিল অনুসারে, সরকারি পদের জন্য অযোগ্য কোনো ব্যক্তিও রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন।
বিলটি গৃহীত হবার কয়েক ঘন্টার মধ্যেই মুসলিম লিগের প্রধান নির্বাচিত হন নেওয়াজ শরীফ।
এদিকে, বিলটি উত্থাপনের পর এর তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলো।
এর বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ৩ অক্টোবর ২০১৭