পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে শনিবার গাড়িবোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। পুলিশ একথা জানায়।
কর্মকর্তারা জানান, নগরীর সাদ্দার এলাকায় কারপার্কিং এলাকায় বোমাটি পেতে রাখা হয়েছিল।
পেশোয়ার নগরীর পুলিশ প্রধান কাজী জামিল-উর-রেহমান এএফপিকে বলেন, এটি হাতে তৈরি বোমা ছিল। বোমাটি গাড়ির ভেতরে রাখা ছিল।
তিনি জানান, আহত সকলেই শংকামুক্ত। এদের মধ্যে দু’জন নারী রয়েছে। স্থানীয় বোমা নিস্ক্রিয় স্কোয়ার্ড প্রধান শাফকাত মালিক বলেন, এ বিস্ফোরণে সেখানে থাকা সব গাড়ি উড়ে গেলেও এসবের ইঞ্জিনের অংশ অক্ষত রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ