পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জামালি বলেন, রবিবার ভোরে কোয়েটাগামী ট্রেনের একটি বগিতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
এখনো ঘটনার দায় কেউ স্বীকার করেনি, তবে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে ট্রেনে হামলা চালিয়েছে।