শুক্রবার পাকিস্তানে ছাত্র ইউনিয়ন পুনর প্রতিষ্ঠার দাবীতে হাজার হাজার ছাত্র দেশব্যাপী মিছিল করে। এবং তাদের অধিকার জানাতে সোচ্চার হয়।
১৯৮৪ সালে পাকিস্তানের সামরিক সরকার একনায়ক জিয়াউল হক ছাত্র ইউনিয়ন বাতিল করেন। পাকিস্তানের অন্তত কয়েক ডজন শহরে ছাত্ররা মিছিল করে।
ছাত্র্রদের ঐ দাবীর প্রতি সমর্থন জানায় বেশি কিছু রাজনৈতিক দলসহ অভিভাবক এবং সুশীল সমাজের সক্রিয়কর্মীরা।খবর ভিওএ।
আজকের বাজার/লুৎফর রহমান