পাকিস্তানের সংঘাতপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় তিন সৈন্য নিহত ও আটজন আহত হয়েছে। সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বিশৃংখলাপূর্ণ বেলুচিস্তান প্রদেশের গিচাক ভ্যালির কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় তারা সন্ত্রাসী হামলার শিকার হয়। এতে তিন সৈন্য নিহত ও এক কর্মকর্তাসহ আটজন আহত হয়।’
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। এতে আরও বলা হয়, আহত সৈন্যদের প্রাদেশিক রাজধানী কুয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
কোন গ্রুপ তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।