তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (বুধবার, ২২ জানুয়ারি) রাতে পাকিস্তানের উদ্দেশ্য রওনা দিবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। তার মতে টাইগাররা এখন খেলায় নজর রাখছে, নিরাপত্তা নিয়ে চিন্তিত না।
মিরপুরে অনুশীলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে চিন্তিত না। আমার মনে হয় না দলের কেউ এসব নিয়ে চিন্তিত। ডিসিশন হয়ে গেছে এখন আমাদের খেলতে হবে। আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে। আমরা এটা নিয়েই কৌতূহলী।’
এই সফরকে কেন্দ্র করে গণমাধ্যমে নেতিবাচক সংবাদের চেয়ে ইতিবাচক সংবাদ হলে তা ক্রিকেটারদের জন্যে ভালো এবং এসব বিষয়ে চিন্তাও করেন না টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।
তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে মিডিয়ার বিষয়টি চিন্তা করিনি। আপনাদের সাপোর্টটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের প্রোপার ফিডব্যাক অবশ্যই জরুরি। আমাদের চিন্তা করতে হবে আমাদের পারফরম্যান্সটা যেন ঠিকভাবে সেখানে দিতে পারি।’
আজকের বাজার/আরিফ