আত্মহত্যা প্ররোচনা ও শিশু স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের কারণে জনপ্রিয় অনলাইন গেম PlayerUnknown’s Battlegrounds (PUBG) সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান। গত বুধবার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি এই সিদ্ধান্ত নেয়। খবর ডন।
পাকিস্তান টেলিকম অথরিটি টুইটারে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘PUBG-র বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। এই গেম এক ধরনের আসক্তি তৈরি করে। আর এতে একবার আসক্ত হয়ে গেলে সময়ের অপচয় হয়। শুধু তাই নয় শিশুদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলে। এই অনলাইন গেম নিষিদ্ধ করা হলো।
এদিকে লাহোর হাইকোর্টের নির্দেশে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার জন্য পাবজি-র বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া আগামী ১০ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে নাগরিকদের কাছে মতামত চাওয়া হয়েছে।