২০০৯-এ লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের উপর জঙ্গিহানায় পাকিস্তানের মাটিতে থেকে কেড়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ৷ ১০ বছর পর সেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেল শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ মঙ্গলবার কঠোর নিরাপত্তায় কারচি পৌঁছন লঙ্কা ক্রিকেটাররা৷
নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে অনেক সিনিয়র ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন৷ অবশেষে পাকিস্তান সরকার ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় শ্রীলঙ্কা৷ এদিন কঠোর নিরাপত্তার ঘেরা টোপে করাচি পৌঁছন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা৷
আজকের বাজার/লুৎফর রহমান