পাকিস্তানের সুপার লিগের প্লে-অফের ম্যাচকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।পর্যাপ্ত নিরাপত্তা নেয়ার পাশাপাশি থাকছে সুদক্ষ ও প্রশিক্ষিত সেনাবাহিনীর রেঞ্জার্স ফোর্স।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেটারদের যাতায়াতে সার্বক্ষনিক নিয়োজিত থাকছে প্রায় ১০ হাজার নিরাপত্তা বাহিনী।
ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস থেকে স্যামি, সবাই নিরাপত্তা নিয়ে প্রশংসা করেছেন।
গ্রুপ পর্বের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হলেও প্লে-অফ ও ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানে।আগামী ২৫শে মার্চ করাচিতে হবে ফাইনাল।
আজকের বাজার/আরজেড