পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের হামলায় অন্তত চার জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া’র সূত্রে এসব তথ্য জানা যায়।
রোববার কোয়েটা নগরীর পাঁচটি দোকানে ওই বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
সিভিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, হাসপাতালে চারজনের লাশ ও আহত অবস্থায় দুই জনকে আনা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী কোয়েটার জান মুহাম্মদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হামলা চালিয়ে পালিয়ে যায়। দোকানগুলো সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মালিকানাধীন। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
আজকের বাজার/একেএ/