পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে রোববার রাতে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।
খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশের দারাগাজি খান জেলার গাজি ঘাট এলাকার কাছে মুলতান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজ পরিবেশিত খবরে বলা হয়, এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাস দু’টির একটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। এতে আরো বলা হয়, বাস দু’টির বিভিন্ন অংশ কেটে হতাহতদের উদ্ধার করা হয়।
এ ঘটনার পরপরই উদ্ধার কর্মী, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তথ্যসূত্র-বাসস।
আজকের বাজার/এমএইচ