পাকিস্তানের করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। অলৌকিকভাবে প্রাণে বেঁচেছেন অন্তত দুই আরোহী। জানিয়েছে, সিন্ধ স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার, জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে, ৯৯ জন আরোহীসহ একটি ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে বিমানটি। বিধ্বস্ত হয় অন্তত পাঁচটি আবাসিক ভবন। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটিতে, যাত্রী ছিলেন ৯১ জন।
পাইলটসহ ক্রু ছিলেন আরও আটজন। ১৯ জনের পরিচয় শনাক্ত হলেও, নিহতদের মধ্যে আরোহী কতোজন, আর ওই এলাকার বাসিন্দা কতোজন- তা এখনও অস্পষ্ট। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে ঘটে থাকতে পারে এ দুর্ঘটনা। করোনার বিস্তার রোধে, প্রায় দু’মাস বন্ধ থাকার পর চলতি সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়।