যারা এখনও পাকিস্তানি মতাদর্শে বিশ্বাস করেন তাদের অভিভাবক হিসেবে ড. কামাল হোসেন কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রহমান বলেন, ‘ড. কামাল গতকাল (সোমবার) ইয়াহিয়া খানের নাম উচ্চারণ করেছেন, যিনি ছিলেন ১৯৭১ সালের গণহত্যার অন্যতম অপরাধী। যদি ড. কামাল বিবেকের আয়নার সামনে দাঁড়ান তাহলে তিনি ইয়াহিয়াকে তার পাশে দেখতে পাবেন।’
জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন সোমবার বলেন, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায় তারাই স্বাধীনতার শত্রু এবং পাকিস্তানের ইয়াহিয়া খানের উত্তরসূরি।
আওয়ামী লীগ নেতা আবদুর রহমান আরও বলেন, ‘যারা শুধুমাত্র পাকিস্তানের মতাদর্শে বিশ্বাস নয়, সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা, মেজর খালেদ মোশাররফ, কর্নেল তাহের ও শাফায়েত জামিলসহ সশস্ত্র বাহিনীর হাজার হাজার কর্মকর্তা ও ২১ আগস্টের খুনি এবং যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যদের পৃষ্ঠপোষকতা করেন তাদের অভিভাবক হিসেবে কাজ করছে ডা. কামাল।’
বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের লোকেরা দেশব্যাপী আওয়ামী লীগের লোকদের ওপর হামলা ও সহিংসতা করছে বলে অভিযোগ করেন তিনি।
‘তারা সহিংস কার্যক্রম চালিয়ে আওয়ামী লীগ ও মহাজোট সঙ্গীদের নির্বাচনী কার্যালয়ে হামলা ও পুড়িয়ে দিচ্ছে…সম্প্রতি ফাঁস হওয়া ফোন আলাপই তার প্রমাণ। আমরা আরও জানতে পেরেছি যে তারা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকে নাশকতা চালানোর পরিকল্পনা করছে,’ যোগ করেন তিনি।
আবদুর রহমান বিএনপি-জামায়াতের অশুভ কার্যক্রম সম্পর্কে সবাইকে সতর্ক থাকার এবং নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের জবাব দেয়ার আহ্বান জানান। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ