পাকিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় দেশটির মধ্য মুলতান জেলায় এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
সিনহুয়ার খবরে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। তবে পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ জানায়, এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করে সিটি পুলিশের এক কর্মী মুনির মাসুদ জানান, ঠিক কি ধরণের বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁর ছাদের একাংশ ভেঙে পড়ে। অনেকেই ভেতরে আটকা পড়েন। আটকা পড়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর।
আজকের বাজার/একেএ