পাকিস্তানে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় ২৫ জনের প্রাণহানি, আহত ১৪৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সাইবার পাখতুন খোয়া প্রদেশে বৃষ্টি জনিত নানা ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ১৪৫ জন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
সূত্র মতে, প্রদেশের বান্নু জেলায় ১৫ জনের প্রাণহানি এবং আরো একশ জন আহত হয়েছে। এছাড়া লাক্কি মারওয়াত জেলায় পাঁচজনের প্রাণহানি এবং ৪২ জন আহত হয়েছে।
কারাক জেলায় চার জন এবং দেরা ইসমাইল খান জেলায় একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রদেশে মোট ১৭ জন পুরুষ, একজন নারী ও সাত শিশু প্রাণ হারিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসব প্রাণহানিতে গভীর শোক ও দু:খ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।