পাকিস্তানে ভোটকেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত

পাকিস্তানে একটি ভোটকেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আরও ৩০ জন আহত হয়েছেন। খবর জিও টিভির।

বুধবার (২৫ জুলাই) জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে এ বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য এবং ২টি শিশুও রয়েছে।

জিও টিভির খবরে বলা হয়, ভোটকেন্দ্রটির পাশে অবিস্ফোরিত একটি গ্রেনেড থাকার খবর পাওয়া গেছে। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভোটকেন্দ্রের পাশে টহলরত পুলিশের একটি গাড়ির নিকটে এই বিস্ফোরণ ঘটে।

ডিআইজি আব্দুল রাজ্জাক চীমা বলেন, আহতদের নিকটবর্তী সান্দেমান প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আজকের বাজার/একেএ