অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তানের বোলাররা। তাদের বোলিং তোপে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেছে স্কটল্যান্ড।
পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে পাক বোলারদের তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারের চার বলের মধ্যেই দুই উইকেট তুলে নেন পাক পেসার তাহির হোসেন। এরপর দলীয় ২৪ রানে আরও একবার স্কটিশ শিবিরে আঘাত হানেন তাহির।
পাক বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। ২৩.৫ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৭৫ রান জমা করতে পারে তারা। সর্বোচ্চ ২০ রান করেন সাইদ শাহ। টমাস ম্যাকিন্টস করেন ১৭ রান। আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
শেষ দিকে স্কটিশ শিবিরে তাণ্ডব চালান পেসার মোহাম্মদ ওয়াসিম। দলের সেরা বোলারও তিনি। ৭.৫ ওভার বোলিং করে মাত্র ১২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৩২ রানে ৩ উইকেট নেন তাহির। বাকি ২ উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।
আজকের বাজার/আরিফ