পাকিস্তানে মুশফিকের খেলতে যাওয়ার বিষয়ে যা বললেন নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)সভাপতি নাজমুল হাসান বলেছেন, তিনি চান আগামী এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে খেলতে যাক মুশফিকুর রহিম। নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগের কথা উল্লেখ করে পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন মুশফিক। ‘আমরা আশা করি এবার পাকিস্তান সফরে যাবে মুশফিক। শুধু সে নয়, আমি মনে করি কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রত্যেক ক্রিকেটারের পাকিস্তান সফরে যাওয়া উচিত। কিছু কিছু সময় আপনাকে অবশ্যই দেশ নিয়ে ভাবতে হবে। আমাদের সবার কাছে পরিবারের গুরুত্ব বেশি, কিন্তু দেশ আরও বেশি গুরুত্বপূর্ণ,’যোগ করেন নাজমুল।

‘সে তার সতীর্থদের কাছ থেকে ধারণা নিতে পারে(নিরাপত্তার বিষয়ে)। সে আমার সাথেও কথা বলতে পারে। আমি মনে করি তার অন্যদের সাথে কথা বলা এবং পাকিস্তান সফরে সিদ্ধান্ত নেয়া উচিত,’বলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আগের দুই ধাপে টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট ম্যাচে হেরেছে বাংলাদেশ। আগামী এপ্রিলে তৃতীয় ও শেষ ধাপে দ্বিতীয় ও শেষ টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন সাবেক অধিনায়ক মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় ডাবল সেঞ্চুরি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান