পাকিস্তান আজ এই প্রথম আফগানিস্তানের সঙ্গে পার্বত্য সীমান্ত এলাকায় প্রাদেশিক নির্বাচনের আয়োজন করলো। মাত্র বছর কয়েক আগে পর্যন্ত এলাকাটিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে মনে করা হতো। খবর ভয়েচঅপ আমেরিকা।
পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে এক সময়ে যাকে Federally Administered Tribal Area (FATA) বা কেন্দ্র পরিচালিত অঞ্চল বলা হতো তার সাতটি জেলায় এই নির্বাচন অনুষ্ঠান হচ্ছে সরকার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। এর লক্ষ্য হচ্ছে সহিংস উগ্রবাদের মোকাবিলা করতে এবং আফগানিস্তানে শান্তি আনতে আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টাকে সাহায্য করা।
পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তারা বলেছেন যে ঐ খাইবার পাখতুখোয়া প্রদেশের ১৬টি আসনের জন্য, ২৮৫ জন প্রার্থী রয়েছেন। আর ভোটদাতার সংখ্যা হচ্ছে ২৮ লক্ষ।
দু জন নারীসহ এই প্রার্থিরা মূলধারার রাজনৈতিক দলের প্রতিনিধি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোন রকম সহিংসতার খবর পাওয়া যায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান