পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলকালে সন্ত্রাসী হামলায় তিন সৈন্য নিহত এবং অপর চারজন আহত হয়েছে। রোববার রাতে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর সিনহুয়া।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তানে তল্লাশি অভিযান চলাকালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে এসব সৈন্য হতাহত হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কিছু সন্ত্রাসীর উপস্থিতির ব্যাপারে গোপন সূত্রে খবর পাওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী এ অঞ্চলে তল্লাশি অভিযান চালায়। এ হামলার পর সশস্ত্র বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে আরো জোরদার অভিযান শুরু করেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান