পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুদ্ধি অভিযান চালায়। এতে তিন অভিযুক্তহ সন্ত্রাসী প্রাণ হারায়।
শনিবার দেশটির সেনাবাহিনী সূত্রে এ কথা জানা গেছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে এ অভিযান চালায়।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসন্স(আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা বলেছে।
এতে আরো বলা হয়, উভয়পক্ষে গুলি বিনিময়কালে তিন সন্ত্রাসী নিহত হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।