পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং এতে চারজন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে দ’ুজন পাইলট ও দ’ুজন সৈন্য। সেনাবাহিনীর এক বিবৃতিতে রোববার এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, গিলগিট বালস্তিতানের সেনা হাসপাতালে মারা যাওয়া এক সৈন্যকে নামাতে গিয়ে শনিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারিগরী ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে ।
বিবৃতিতে বলা হয়, মেজর পদমর্যাদার একজন পাইলট ও একজন কো পাইলট এবং দু’জন সৈন্য প্রাণ হারায়। তবে দুর্ঘটনাস্থলে কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।