পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় ৯জন নারীসহ অন্তত ১১জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা হায়দ্রাবাদে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
হায়দ্রাবাদের ডেপুটি পুলিশ সুপার দোস্ত মোহাম্মদ মাংগ্রিও জানান, শহরের ট্যান্ডো মোহাম্মদ খান রোডে একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই আটজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যায়।
তিনি বলেন, ‘নিহত নারীরা হায়দ্রাবাদ কেন্দ্রিক একটি বেসরকারি বিক্রয় কোম্পানীতে কাজ করতেন। তারা নিকটস্থ গ্রামে পণ্য সামগ্রী বিক্রি করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।’
তিনি জানান, আহতদের হায়দ্রাবাদ বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮