পাকিস্তানের উত্তর-পশ্চিম এলাকায় শনিবার (৪ আগস্ট) যাত্রীবাহী বাসের সাথে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। খবর এএফপি’র।
পুলিশ কর্মকর্তা ইজাজ খান বলেন, শনিবার ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি বন্দর নগরী করাচি যাচ্ছিলো। কোহাট জেলায় তেলবাহী একটি ট্যাংকারের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
কোহাট জেলা পুলিশ প্রধান সোহাইল খান দুর্ঘটনাটি ও হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সময় তেলবাহী ট্যাংক লরীতে তেল থাকলেও তা বিস্ফোরিত হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজকের বাজার/একেএ