পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় লাসবালা জেলায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।
উদ্ধার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের লাসবালা জেলার বালা শহরের কাছে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং হতাহতদের উদ্ধার করে কোয়েটার একটি সরকারি হাসপাতালে পাঠায়।
হাসপতালের চিকিৎসকরা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে,কারণ আহত অনেকের অবস্থাই আশংকাজনক।
খবরে আরো বলা হয়, নিহতদের মধ্যে নারী ও শিশুর পাশাপাশি দু’জন নিরাপত্তা কর্মী রয়েছে।
স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, অতিরিক্ত গতির কারণে এ বাস দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি যাচ্ছিল।