পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।
সামরিক সূত্র সোমবার এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের শেষ দিকে ফ্লাইং মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় ছয় কর্মকর্তা শাহাদৎ বরণ করেন। এদের মধ্যে দুই মেজর রয়েছেন। তারা পাইলট ছিলেন।’
বিধ্বস্তের কারণ বা হেলিকপ্টারটির ধরনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আগস্ট মাসের গোড়ার দিকে পাকিস্তানে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর কমান্ডারসহ ছয়জন নিহত হয়। বেলুচিস্তানে ত্রাণ কার্যক্রম চলাকালে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রচ- মৌসুমি বর্ষণে এ বছর পাকিস্তানে, বিশেষ করে সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয়।
এ দুর্যোগে দেশটিতে ১,৬০০’র বেশি মানুষ প্রাণ হারান। এতে কেবলমাত্র বেলুচিস্তানে ৩২৩ জনের মৃত্যু ঘটে।