পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ ম্যাচে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না শ্রীলংকা কোচ নিক পোথাস।
কেবলমাত্র পোথাস নন, লংকান দলের ফিজিও নিরমালান ধনাবলাসিংগাম এবং নিয়মিত সাত খেলোয়াড়ও শেষ টি- টোয়েন্টি ম্যাচটি খেলতে লাহোর সফর থেকে বিরত থাকছেন।
টি-টোয়েন্টি সিরিজের দলে থাকতে হলে সকল খেলোয়াড়কে লাহোর সফর করতে হবে বলে আগেই শর্ত দিয়েছিল শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
সব খেলোয়াড় এ শর্ত না মানায় বাধ্য হয়ে সাত নতুন মুখ নিয়ে সংক্ষিপ্ত সিরিজের দল ঘোষণা করতে বাধ্য হয় এসএলসি। সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
লংকান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটম্যান পোথাস বলেন, ‘এটা আমার পারিবারের সিদ্ধান্ত। আমার পরিবার চায় না যে, আমি পাকিস্তান সফর করি। আমার কাছে আমার পরিবার আগে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা আছে। যদি কেউ কোন বিষয় পছন্দ না করে তবে তা নিয়ে কারোরই জবরদস্তি করা উচিৎ নয়। এমন সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিলো না। একে সম্মান করতে হবে।’
বিশ্ব একাদশের সিরিজে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড়ের অংশ নেয়ার বিষয়ে পোথাস বলেন, ‘এটা ছিলো তাদের সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে না। মূলত বোর্ড চেয়েছিল সবাই পাকিস্তান সফর করুক। তবে আমাকে কেউ চাপ সৃষ্টি করেনি।’
আবুধাবিতে অনুষ্ঠিতব্য প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ পর্যন্ত পোথাস দলের সঙ্গে থাকবেন। লাহোরের শেষ টি-টোয়েন্টিতে অন্য কেউ দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
আজকের বাজার : এমএম / ২৩ অক্টোবর ২০১৭