পাকিস্তান সফর নিয়ে যা বললেন পাপন

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দুই বোর্ডের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অনিশ্চয়তার মুখ পড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট সিরিজ। পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী হলেও এখনো টেস্টের জন্য নিরপেক্ষ ভেন্যু চায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

কয়েকজন ক্রিকেটারসহ অধিকাংশ বিদেশি কোচিং স্টাফই পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয় বলে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘কয়েকজন খেলোয়াড়সহ বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফরাই পাকিস্তান যেতে চায় না, উইন্ডিজের মতো নিরপেক্ষ ভেন্যু চায় বাংলাদেশ। পাকিস্তানে টি-টুয়েন্টি খেলায় সন্তুষ্ট হলে হলে টেস্ট দল পাঠানোর কথা ভাববে বিসিবি।’

এর আগে এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি এহসান মানি জানিয়েছেন, পাকিস্তান এখন সম্পূর্ণ নিরাপদ। তাই শুধু বাংলাদেশই নয়, যেকোনো দেশকেই পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ঘরোয়া সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে নয়, বরং পাকিস্তানের মাটিতেই খেলতে হবে। তিনি বলেন, ‘পাকিস্তানের ঘরোয়া টেস্ট কোথায় আয়োজিত হবে তা সম্পর্কে ভুল ধারণা পোষণ করা কারও উচিত নয়। পাকিস্তানের সব ম্যাচ, বাংলাদেশের বিপক্ষে হোক বা অন্য কারও সঙ্গে, সবই হবে পাকিস্তানে। আমি এখনো আশা করি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিষয়টির ওপর নজর দেবে এবং আমন্ত্রণ গ্রহণ করবে। পাকিস্তানে সফর না করার ব্যাপারে তাদের কোনো কারণ নেই।’

এছাড়া শ্রীলঙ্কার পাকিস্তান সফরের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘যদি শ্রীলঙ্কা আসতে পারে, তাদের নিয়ে আসা ঝুঁকিপূর্ণ ছিল যদিও, তাহলে এটা নিরাপদ। যদি ছোটখাটো কোনো ঘটনা ঘটত তখন লোকজন বলতে পারত, এটা নিরাপদ নয়। কিন্তু তারা এখনকার লোকজনকে বিশ্বাস করেছে এবং এখানে এসেছে। পরে তারা আফসোসও করেছে সীমিত ওভারে একটি সিরিজ খেলতে না পারার জন্য। কারণ প্রথমে তাদের যা বলা হয়েছিল তার থেকে এখানকার পরিস্থিতি ভিন্ন।’

এর জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, টি-টুয়েন্টি সিরিজের পরই টেস্ট নিয়ে ভেবে দেখবে বিসিবি। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেগ অনুধাবন করেছে বিসিবি। তবে এখনই এ বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বাংলাদেশের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা।’

আজকের বাজার/আরিফ