ইমরান খানের সরকারকে উৎখাতে ‘বিদেশি ষড়যন্ত্রের’ দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার। পাকিস্তানের সামরিক বাহিনীর এই মতের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, একদিন আগে আইএসপিআর-এর মহাপরিচালক যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে এই সিনিয়র মার্কিন কর্মকর্তা এ কথা বলেন।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইমরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে বা ষড়যন্ত্রে জড়িত ছিল এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই- এই বিষয়ের ওপর আপনার কি মতামত বলে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে নেড প্রাইস বলেন, আমরা এই বক্তব্যের সঙ্গে একমত।
অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরানের তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেন নেড প্রাইস। তিনি বলেন, যেসব অভিযোগ সামনে আনা হয়েছে তার কোনো সত্যতা নেই।
তিনি বলেন, আমরা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাসহ সাংবিধান ও গণতান্ত্রের শান্তিপূর্ণ নীতিকে সমর্থন করি। পাকিস্তানে হোক বা বিশ্বের অন্য কোথাও হোক আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান