পাকিস্তানের বেলুচিস্তানে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এক নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
সোমবার (২৩ জুলাই) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার তাহিরা সফদার নামের ওই নারীকে প্রথমবারের মতো বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। খবর ইউএনবি।
ওই হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মুসকানজাইয়ের মেয়াদ শেষ হবে আগামী ৩১ আগস্ট। ফলে ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন তাহিরা।
এদিকে অনেক গুরুত্বপূর্ণ মামলায় নেতৃত্ব দিয়ে আসা প্রথম প্রধান নারী বিচারপতি হওয়া সফদারকে মঙ্গলবার অভিনন্দিত করছে আইনজীবী সমাজ।
পাকিস্তানের সাব্কে সেনা শাসক পারভেজ মোশাররফের বিচারের ক্ষেত্রে তিন সদস্যের প্যানেল বিচারকের একজন ছিলেন এই সফদার।
১৯৯৯ সালে ক্ষমতাচ্যুত হওয়া পারভেজ মোশাররফ বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলায় গ্রেপ্তারের ভয়ে ২০১৩ সাল থেধকে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।
আজকের বাজার/এমএইচ