শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হায়দার আলীকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড পুনরায় ১১ অক্টোবর নৌকা প্রতীকে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে।
এ উপলক্ষে ১৭ অক্টোবর রোববার সকাল ১১টায় সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই-মমিনা কান্দায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ হায়দার আলী এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
পরে ওই ইউনিয়নের সমাজসেবক আলহাজ্ব মোঃ মকবুল হোসেন উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ও আতিউর রহমান মডেল কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনির উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাঁন মিয়া বিএসসি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আনার, সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, যুবলীগ নেতা সারোয়ার হোসেন সুজন, হায়দার আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সামউদ্দিন, মফিজুল ইসলাম, কেরামত আলী, আঃ করিম, জাহাঙ্গীর আলম, আনসার আলী, উকিল মাহমুদ, সোহরাব হোসেন, আফাজ উদ্দিন প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ওই ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।