কোনো চুক্তি ছাড়াই ভারতের সঙ্গে সিন্ধু নদের পানি ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ হওয়ার পর আরবিট্রেশন আদালতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে এরই মধ্যে বিশ্ব ব্যাংককে আরবিট্রেশন আদালত ঠিক করে দেয়ার অনুরোধ করেছে ইসলামাবাদ।
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি ভাগাভাগির বিষয়ে বিশ্ব ব্যাংক মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে এবং এ সংস্থার উদ্যোগে ১৯৬০ সালে দু দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুসারে কোনো বাধা ছাড়াই পশ্চিম সিন্ধুর পানি ব্যবহার করতে পারবে পাকিস্তান। কিন্তু সম্প্রতি সিন্ধু নদের ওপর বাধ নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত। সিন্ধু নদে ভারত বাধ দিলে আগের মতো পানি ব্যবহার করতে পারবে না পাকিস্তান।
গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে এ সংকট নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। সে আলোচনা ব্যর্থ হয়েছে এবং তারপরই আরবিট্রেশন আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, আলোচনায় পাকিস্তানের কোনো প্রস্তাব গ্রহণ করতে চায় নি ভারত, এমনকি বিশ্ব ব্যাংকের প্রস্তাব অনুসারেও কোনো সমাধানে পৌঁছাতে রাজি হয় নি তারা।
সূত্র : পার্স টুডে
আজকের বাজার : এমএম / ১৭ সেপ্টেম্বর ২০১৭