পাচারকালে বান্দরবান থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ শিশু উদ্ধার

বান্দরবানের কেরানীহাট সড়কের একটি বাসে অভিযান চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০টি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রেইচা চেকপোস্ট এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ এসব শিশুকে উদ্ধার করে।

শিশু পাচারের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নয়ারাম ত্রিপুরা (২৭) ও লাল মা সন বোম (৩০)।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার জানান, রেইচা চেকপোস্ট এলাকায় পুলিশ বান্দরবান থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শনিবার রাতে এসব শিশুদের উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুদের সবার বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। থানছি ও রুমাসহ বান্দরবানের দুর্গম এলাকা থেকে এসব শিশুদের নিয়ে আসা হয়েছে। বিনা খরচে উন্নতমানের পড়ালেখার প্রলোভন দেখিয়ে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে আটককৃত নয়ারাম ত্রিপুরা জানান, ঢাকার সাভারের নতুন বাজার এলাকার ‘লিভ ফর লাইফ’ নামের একটি এতিম হোস্টেলে পড়ালেখা করানোর জন্য শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল।

আজকের বাজার/একেএ