১১ দফা দাবিতে খুলনার ৯টি পাটকলসহ দেশের সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ২জানুয়ারি ভোর ৬টা থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
এর আগে বকেয়া মজুরি প্রদানের দাবিতে গত বৃহস্পতিবার সকালে খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, দৌলতপুর ও যশোরের জেজেআই জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেয়। এছাড়া সন্ধ্যায় আলিম জুট মিল ও শনিবার সকালে খালিশপুর জুট মিলের শ্রমিকরাও উৎপাদন বন্ধ করে দেয়। মঙ্গলবার যশোরের কার্পেটিং জুট মিল সারাদেশের ধর্মঘটের সাথে যোগ হয়েছে। এই ৯টি পাটকলে প্রায় ৩০ হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। শ্রমিক-কর্মচারীদের ৪ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। তাদের পাওনার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকারও বেশি।
স্টার জুট মিলের সিবিএ সভাপতি মো. বেল্লাল হোসেন মল্লিক বলেন, ১১ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৬টি জুট-নন জুট মিলে ২৪ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি খুলনার শ্রমিকরা তাঁদের বকেয়া বেতনের দাবিতে ৫মদিনের কর্মবিরতিও পালন করছেন।
তিনি জানান, দাবি আদায় না হলে নেতারা ৫ জানুয়ারি ঢাকায় বৈঠক করে পরবর্তীতে নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮