বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো: হাবিবুর বহমান এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পুন:অর্থায়ন স্কীমের আওতায় পাটখাতে ঋণ প্রদান করার জন্য একটি ঋণ চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।