জেলার পাটুরিয়ায় আজ রজনীগন্ধ্যা নামের একটি ফেরি ডুবির ঘটনায় ঘটে। ফেরিটি উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়া ঘাটে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি।
আজ সকাল ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে নোঙর করার সময় মালামাল ও যাত্রী নিয়ে নয়টি গাড়ি নিয়ে রজনীগন্ধ্যা নামের একটি ফেরি ডুবে যায় বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।
পাটুরিয়া ঘাট থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (জিএম) আশিক উজ্জামান জানান, তিনি বলেন- উদ্ধার অভিযানে অংশ নিতে উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়া ঘাটে আসছে।
জিএম আশিক উজ্জামান জানান, বিআইডব্লিউটিসির একজন কর্মী এখনো নিখোঁজ রয়েছে। তিনি বলেন, বিআইডব্লিউটিসি’র কারিগরি পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যেও একটি তদন্ত কমিটি গঠন করেছে।