পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনের সামনে শাহ আমানত নামের যানবাহন বোঝাই একটি রো রো ফেরি একদিকে কাত হয়ে ডুব যাওয়ার উপক্রম হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ডিজিএম জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যানবাহন ও যাত্রী বোঝাই শাহ আমানত ফেরিটি ৫ নম্বর ঘাটে নোঙর করলে তা একদিকে কাত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয় এবং এটি ঘাটে আটকা পড়ে। কর্তৃপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করছে।
ডিজিএম জিল্লুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি বলেন, আমরা কোনো হতাহতের ঘটনা ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবো বলে আশাবাদী।