প্রায় ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পস্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত এগারোটা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত দশ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে যাওয়ায় সকাল নয়টা থেকে পুনরায় ফেরিচলা স্বাভাবিক হয়েছে।
ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পারাপারের অপেক্ষায় আছে কয়েকশ যানবাহন।
আজকের বাজার/এমএইচ